..................................Read Bangla kobita....................................?

Dear visitors, Here u can read some wonderfull poem by famous poet. If u want to see your poem into this page, then u should send ur poem in our e-mail address with ur name. So, we post ur poem in this page. We will also published a Book with selected poem from this page at upcoming "Ekushey Boimela". So, started to send ur poem at this e-mail (amaderbook@gmail.com).

        gvwjwbi †g‡q

           ‡gv: bvRgyj nvmvb ÒeÜbÓ

gvwjwbi †g‡q Avwg

dzj Kzwo‡q Avwb ,

KZ i‡½i iw½b dzj

‡ivRB Avwg ¸wb |

‡ivRB gv Rj †X‡j †`q

H evey‡`i evMv‡b

Avgvi Kvbb †f‡m D‡V

`yóz fiv ¯^c‡b |

¸m¨v jv‡M, H eveyiv

‡`qbv Kfy Rj ,

H evey‡`i Kvbb fwZ©

ai‡e †Kb dzj !

Avgvi hw` _vKZ Kvbb

KZevi w`Zvg Rj !

mKvj †ejv dzj Kzwo‡q

evbvZvg Avwg gj |

fvjevwm evMvb Zey

‡bB Avgv‡`i evox,

evox wd‡i Avm‡j gv

aie Gevi Avwo |



Image 

                                         মসৃণ কষ্ট

শুন্যতার প্রান্ত জুড়ে বিষাদ শেকড়
মসৃণ কষ্টেরা ছুয়ে থাকে
অকারণ অন্তর প্রান্তরে,
নীল গোধুলির সব রং আমায় দেবে তুমি
জানো তুমি যেমন জেনেছে চন্দ্রাবতী,
মেঘ ভেঙ্গে বৃষ্টির ফোটা
জলের নিভৃত আয়নায়,
মেঘমেদুর তোমার মুখে
ধূসর কষ্টের ছায়া।

                                      জলজ প্রকৃতি

Image

রাজাকার নিপাত যাক

রাজনীতির মারপ্যাচে পেয়েছে তারা সিংহাসন,

হচ্ছেনা বিচার, আর ঘৃণ্য নেতারা করছে প্রহসন।

রাজনৈতিক ইস্যু করে বিচার যারা করেনি,
ক্ষমার লোভের জন্য তারা ইস্যুটাকে মারেনি,
তারাও আজি ঘৃণ্যসম রাজাকারের মতন।

মুক্তিযুদ্ধের সময় করেছে যারা অত্যাচার,
মা-বোনের উপরে করেছে যারা অনাচার,
তাদের সাজা হওয়ার আজ বড়ই প্রয়োজন।

আসুন সবাই শপথ করি, রাখি হাতে হাত
সম্মিলিত ভাবে বলি রাজাকার যাক নিপাত।

 

                তাজ্জব ব্যাপার


একদা এক মাঝ রাতে

ঘুম ভেঙে যায় সবার,

চিৎকার আর চেচাঁমেচিত

কান ফাটার যোগাড়.

 

চোখ কান খুলে সোজা

আসলাম মেঠো পথে,

কি জানি কী ঘটে জানতে!

 

দুইটা বাড়ি না যেতেই

দেখি এক জটলা,

ঘটনাটা খুলে বলে

ঘাবুদের ঐ পটলা

 

পাড়ার ছেলে দিপু রায়

রাতে চোখে দেখে না,

শুনেছিলাম তার নাকি

হয়েগেছে রাত কানা

 

কষ্ট, চিন্তায় দিপুর পরিবার

ভেঙে পড়ে কান্নায়,

রকান ডাক্তারও যাবে তারা

কেমনে এ রোগ সারায়্‌

 

গ্রামের লোক আছে সবাই

কুসংস্কারে মত্ত,

শাকসবব্জি খেলে হবে

পেটের পীড়ায় জব্দ

 

ব্যাপারটা কানে গেল

পাশের গ্রামের মন্‌জুর,

সে নাকি ছাত্র এখন

, বির খাদ্যও পুষ্টির

 

রোগ যদি সারাতে চাও

মন্‌জু দেয় উপদেশ,

রঙিন ফলমুল, শাকসবব্জি

খেতে হবে বেশ

 

রাত কানা রোগ হয়

ভিটামিন এর অভাবে

কোথায় পাবে ভিটামিন এ

জেনে নাও আগে

 

ভিটামিন এ বেশি থাকে

পেপে, মিষ্টি কুমড়ায়,

আম, কচুশাক, গাজর. কফি

ডিমের কুসুম, করিজায়

 

খাবে সব ঠিক মত

তারা দেয় আশ্বাস,

অসুখ সেরেও যাবে

রেখে অগাধ বিশ্বাস

 

দুই মাস পর মাঝ রাতে

উঠে বসে বিছানায়

দিপু বলে চিৎকারেও

আমি সব দেখতে পাই

 

আনন্দে তাই চোখে জল

এসে যায় সবার

অসুখ সারল ডাক্তার বিনা

তাজ্জব ব্যাপার

 

                                     বাংলার প্রতি


এই বাংলার জন্য দিয়ে যাব এই প্রাণ

বাংলার কৃষক কৃষাণীর উটানে

এন আমার ভেও উটে সুর আর গানে

বাংলার প্রকৃতি , কত যে আকুতি

কবি বাউল করল, সকলেই মিনতি

বাংলা মোর পিতা , বাংলা মোর মাতা

এই বাংলার জন্যই রেখে যেতে চাই

সকল র্কীতিকথা

বিধাতার কাছে র্প্রাথনা আমার

বাংলার বুকেই যেন মরণ হয় আমার

যত দেখি আমি বাংলা মায়ের রুপ

বাংলার মাঠ, বাংলার ধান, বাংলার গান

এই বাংলার জন্যই যত সুর আর গান

বাংলার কথা সুনেছি যা, রবি নজরুল আর

জীবনানেদর মুখে, এর চেয়ে

              ‡cvKv

                            ‡gv: bvRgyj nvmvb ÒeÜbÓ

dzj`vwbi H QzÆ dz‡j QzÆ GKUv †cvKv,

gRv K‡i gay Lvq,Avgvq fv‡e †evKv ,

Pvi †`qv‡j wbSzg iv‡Z Avwg Avi †cvKv|

Avcb †f‡e Avgvi dz‡j gay †L‡Z †`B

gay LvIqv n‡q †Mj Avgvi cv‡k †bB |

Avwg GKv,fxlb GKv,wQjvg Avwg GKv,

GKvi gv‡S †cvKv,†cjvg eÜyi †`Lv,

Pvi †`qv‡ji gv‡S Zey iBjvg Avwg GKv|

QzÆ GKUv †cvKv †m `y:L †b‡e wK‡k !

wgwó gay cvq e‡j dz‡j G‡m e‡m |

dz‡ji gay dzwi‡q †M‡j P‡j hvq D‡o,

gay fwZ© dzj‡K †m Wv‡K wgwó my‡i |

Avwg GKv GKvB _vwK mviv Rbg fi

‡mB ïay Avcb Avgvi,Avwg Zvi ci |



                                      কোন অভিযোগ নেই

তুমি দূরে সরে যাচ্ছ ক্রমাগত
অভিযোগ করবোনা
ফাগুন আসে বারবার
কিন্তু জানি তুমি আর ফিরবে না
ফিরবেনা শেষের কবিতার লাবণ্যর কাছে
শুধু কবিতা হয়েই রইবে আজীবন।

এমন সময় তো ছিল যখন
আমি ছিলাম তোমার হাজার
নিঃশ্বাসের একটি নিঃশ্বাস
সুখের মধুর স্বপ্নের একটি স্বপ্ন
চিনা মাটির পেয়ালায়
গরম চায়ের সাধ
নতুন কিছু দেখে মন যে রকম
আনন্দ পায়, তেমনই একটি আনন্দ।

ঘাষফুল আর আকাশের নক্ষত্রের
মাঝে যতটুক দূরত্ত
তার চেয়ে বেশী দূরত্ত
তৈরী করতে চাইছ তুমি

এখন শুধু জানি তুমি সরে যাচ্ছ
দূর থেকে দূরে আরো দূরে
হারিয়ে যাওয়ার প্রাচীন কালের মত
তবু অভিযোগ কোরবোনা কোনদিন
কোনদিন......


                                    নীরব ভালবাসা 

নীরবেই তারে আমি ভালোবেসেছি
আকাশের নীলে তার ছবি এঁকেছি,
হৃদয়ের আবেগে তারে কাছে টেনেছি ,
কল্পনার আলোতে তারে আমি ছুঁয়ে দেখেছি ,
নীরবেই তারে আমি ভালোবেসেছি......।।

কত শত নীশিথে-
ভেবে তারে রাত জেগেছি ;
কত শত রজনী-
অভিমান করে কথা বলিনি ।

ভালোবেসে তারে আমি বুকে টেনেছি ;
দু'নয়নের জলে তারে বেধে রেখেছি ;

নীরবেই তারে আমি কাছে পেয়েছি ।।


            ভালোবাসার সকাল


অনেক ঝড় বৃষ্টি মাথায় কেউ

অনেক অবিশ্বাস আর অসম্ভব কে

অগ্রাহ্য করে

শেষে সত্যিই এসে পৌছিয়েছিলাম,

তোমার মরনর দরজায়

দরজা খুলে দিলে,ভিতেও প্রবেশ করলাম

কেবল পর্নিমার অস্পষ্ট আলোয়

স্তব্ধ ছিল চারিপাশ্‌

তখন গভীর রাত,

বোধহয় রাত শেষ হয়ে আচ্ছিল,

রাত্রির গভীরতা প্রতিফলিত হচ্ছিল

আমার মরন আমাদের মনে.-

 

কেমন যেন ভাষা পেয়েছিল সবকিছু

তোমার আমার চোখে,

একটা ক্ষনিক ¯^cœ রচনা হয়েছির

কী অদ্ভূত,কী গম্ভীর!

আর কোন চোখ আমাদেও চোখে

এত মোহ বিস্তার করতে পারেনি

 

তারপর সকাল হল,

অপরিচিত সকাল

এক নতুন সকাল.

ভালোবাসার সকাল

 


                       প্রাপ্তি..

বিষন্নতাকে সঙ্গী করে
হাটছিলাম নদীর কিনারা দিয়ে
ঝরনা খুজেঁ খুজেঁ ক্লান্তির নিবিড়ে
নিঝুম রাতের আবীরে রাঙ্গিয়ে
এল সে জোছনা ধেয়ে ।

দুজনা মিলে খানিকটা পথ পাড়ি দিতেই
গভীর ভালবাসার নিমিত্তে
হৃদয়হীন সরিয়ে দিল অনেক দূরে
বলে গেলো অস্পৃশ্য আমি
সবাই যাবে ছেড়ে ।

মনের গহীনে অসীম শুন্যতার মাঝে
রইল সে ছায়া হয়ে
দিগন্তকে শাক্ষী রেখে অস্থিরতার অবসরে
নিজেরই অজান্তে পৌছে গেলাম
তরঙ্গিত সমুদ্র নীড়ে ।। 


                          নস্টালজিয়া

একদিন এখানেও ভাব ছিলো

মানবের প্রতি প্রেম ছিলে

            আর সব মানবের

 

বোধি ও হৃদয়ের উষ্ণ আবেশে

সকল আনুষ বাঁধা ছিলো

ছিলো অন্তপ্রাণ একে অপরের

 

নির্লোভ চরিত্র আর সুদৃঢ় সততা

র্ধৈয সহিষ্ণুতা আর সদা সত্য কথা

             অর্মই ছিলো সেদিনের

 

ছিলো এক সত্যযুগ যেদিন নগর

এসে গোগ্রাসে গেলেনি শ্যামল প্রকৃতি
দাস হয়ে যায়নি প্রকৃতি নন্দনেরা

              আমরাও প্রজম্ম যাদের

 

আমরা সভ্যতাদর্পী ভুলেছি অতীত

তুলেছি আকাশস্পর্ধি কঠিন কংক্রিট

               ডবনিমরয় মুছেছি সবুজ

              এই পৃথিবীর মুখ হতে

 

শুধুই ধুসর আমাদের চাদিক এখন

মাঝখানে সুউচ্চ মিনার গড়েছি আমরা

          তার চাতালে বসে থাকি একা একা

আপনার বদ্ধ অন্ধকার খুপরির ভিতর

 

দেখিনা কখনো বাইরের পৃথিবীকে

যেখানে নিয়ত দুর্গতি আচ্ছন্ন কেও

            মানুষের আশার বসতি

 

মানুষ শুধু সংখ্যায় মাপি আমরা এখন

তাতে আমাদেও জ্ঞানবৃদিধ হয়

দাতাদের হাত প্রসারিত হয়

আমাদের হিংস্রতা পরিপুষ্ট হয়

নগরের বিবর্তন আমাদের দিয়েছে অদৃশ্য শ্বাদন্ড

 

                  মাটি

মাটি আমার মা

এই মাটির বুকে চরম সুখে

কাটাই রাত্রি, কাটাই দিন

    য় না তুলনা,

এই মাটিই আমার মা

 

আমার আদি , আমার অন্ত

   মাটির সাথে গাঁথা

এই মাটির জন্য ¯^vaxb মোরা

     ¯^vaxb বইয়ের পাতা

 

এই মাটিরই সোঁদাগনধ

   আকুল কেও প্রান

এই মাটি, আমার জীবন মরন

        মাটি আমার মান

এই মাটির কাছে চির  ঋনী

           মাটিই সবার সেরা

মাটি ইমার মা যেন তাই

আদও সোহা ঘেরা

 

Your Ad Here



 

Make a Free Website with Yola.